Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড জেলা ও উপজেলা দপ্তরের মাধ্যমে নিম্নে বর্ণিত সেবাসমূহ প্রদান করে থাকেঃ

·        ক্ষুদ্র এবং মাঝারি কৃষকগণ কৃষক সমবায় সমিতি এবং মহিলারা মহিলা সমবায় সমিতির সদস্য হতে পারেন

·         ক্ষুদ্র কৃষক ও প্রান্তিক চাষী এবং বিওহীন পুরুষ ও মহিলারা যথাক্রমে পুরুষ ও মহিলা দলের সদস্য হতে পারেন ।

·        গ্রামে সহায়ীভাবে বসবাস করেন, কায়ীক পরিশ্রমের উপর নির্ভরশীল ,সহায়ী আয়ের অন্য কোন উৎস নেই, অন্য কোন সংগঠনের সাথে সম্পৃক্ত নয় বা অন্য কোন প্রতিষ্ঠানের নিকটঋণী নয় এমন ১৮ থেকে ৫৫ বছরের যে কোন পুরুষ ও মহিলা বিওহীন পুরুষ/মহিলা দলের সদস্য হতে পারেন ।

·        সদস্য পদ গ্রহণের পর দলের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন সাপেক্ষে ১ জন সদস্য ৩ মাসের মধ্যে ঋণ পেতে পারেন ।

·         কোন রকম জামানত ছাড়াই ২০০৩ এর ক্ষুদ্র ঋণ নীতিমালার আলোকে ঋণ প্রদান করা হয়।

·        উপকারভোগীরা সামাজিক সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কল্পে আয়বর্ধক কর্মকান্ডের উপর প্রশিক্ষণ পেয়ে থাকেন ।

·        আয় বৃদ্ধি মূলক কর্মকান্ড বাস্তবায়নের জন্য উপকারভোগী সদস্য ৫,০০০/- টাকা থেকে ১৫,০০০/- টাকা পর্যন্ত ঋণ পেয়ে থাকেন।

·         ঋণের যাবতীয় কাগজপত্র উপজেলা দপ্তর থেকে সরবরাহ করা হয়ে থাকে ।

·        উপকারভোগী সদস্যগণ ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমারমাধ্যমে নিজস্ব পুঁজি গঠন করে থাকেন ।

·        পরিবারের ২ জন সদস্য ( ১ জন পুরুষ ও ১জন মহিলা ) পৃথকপৃথক ভাবে পুরুষ ও মহিলা দলের সদস্য হতে পারেন ।

   বিআরডিবি’র সেবা সম্পর্কে বিস্তারিত জানার জন্য উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের সাথে যোগাযোগ করা যেতে পারে

বিভিন্ন  বিভাগের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণঃ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর সাংগঠনিক কাঠামোতে মোট ৫টি বিভাগ আছে যথাঃ

·        প্রশাসন বিভাগঃকর্মী ব্যবস্থাপনা, আচরণ ও শৃঙ্খলা, কর্মচারী কল্যাণ, অবসর/পেনশন এবং সাধারণ পরিচর্যা ও রক্ষনাবেক্ষন।

·         অর্থ ও হিসাব বিভাগঃবাজেট প্রণয়ন, অর্থ প্রাপ্তি, অর্থ ছাড়, নীরিক্ষা ও হিসাব ব্যবস্থাপনা, অবসর দাবী পরিশোধ এবং পরিদর্শন।

·        সরেজমিন বিভাগঃমাঠ পর্যায়ের (জেলা/উপজেলা) সমবায়, ঋণ, সেচ, সম্প্রসারণ ও বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা, তদারকি ও পরিবীক্ষণ।

·        পরিকল্পনা, মূল্যায়ন ও পরিবীক্ষণঃ প্রকল্প প্রণয়ন, মূল্যায়ন, পরিবীক্ষণ, বার্ষিক প্রতিবেদন প্রণয়ন ও প্রকাশনা, সংরক্ষণ।

·        প্রশিক্ষণঃঅভ্যন্তরীন ও বিদেশ প্রশিক্ষণ ব্যবস্থাপনা, বিভিন্ন সেমিনার/কর্মশালা আয়োজন্এবং প্রশিক্ষণ সামগ্রী তৈরী ও বিতরন।

চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পঃ

·        মূল প্রকল্প - আবর্তক কৃষি ঋণ কর্মসূচী।

·        মহিলা উন্নয়ন অনুবিভাগ।

·         সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী।

·        পল্লী প্রগতি প্রকল্প (পিপিপি)।

·         সার্বিক গ্রাম উন্নয়ন প্রকল্প ( সিভিডিপি)।

·        আদর্শ গ্রাম উন্নয়ন প্রকল্প।

·        অস্বচছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের জন্য প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচী।

·         অপ্রধান শস্য উৎপাদন কর্মসূচী।

·         অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন পকল্প ( পিআরডিপি-২)।

·        উত্তরবঙ্গের হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কমৃসুচী।

প্রকল্প সমাপ্ত কিন্তু কার্যক্রম অব্যাহতঃ

·        পল্লী জীবিকায়ন প্রকল্প (আরএলপি)।

·        উৎপাদনমূখী কর্মসংস্থান কর্মসূচী ( পিইপি)।

·        পল্লী দারিদ্র বিমোচন কমৃসুচী(পদাবিক)।

·        দরিদ্র মহিলাদের আত্মকর্মসংস্থান কর্মসূচী (দমআক)।

·        মহিলা বিত্তহীন কেন্দ্রীয় উন্নয়ন সমিতি (মবিকেউস)।

·        দুঃস্থ পরিবার উন্নয়ন সমিতি (দুপউস)।

·         র্পাবত্য চট্রগ্রাম সমন্বিত সমাজ উন্নয়ন কর্মসূচী।

·        লোকাল রুরাল প্রোডাকশন এন্ড এমপ্লয়মেন্ট প্রোগ্রাম (লরপেপ)।

·        প্রাইমারী হেল্থ কেয়ার।

·        গ্রামীন মহিলাদের জন্য উৎপাদনমূখী কর্মসংস্থান ও উন্নয়ন কর্মসূচী।

জেলা পর্যায়ে উপপরিচালকের কার্যালয়ঃ

জেলা কার্যালয়ের মাধ্যমে নিম্নবর্ণিত সেবাসমূহ প্রদান করা হয়ঃ

·        মূল কর্মসূচীসহ অন্যান্য সকল প্রকল্প/কর্মসূচী যেমনসমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী (সদাবিক), পল্লী প্রগতি প্রকল্প (পিপিপি), পল্লী জীবিকায়ন প্রকল্প (পজীপ), পল্লী দারিদ্র বিমোচন কর্মসূচী (পদাবিক) এর আওতায় সমিতি/দল গঠন সম্পর্কিত সকল প্রকার তথ্য সরবরাহ করা হয় ।

·        সোনালী ব্যাংক ঋণ, আবর্তক কৃষি ঋণসহ সকল প্রকল্পের ঋণ বিতরণ সম্পর্কিত তথ্য সরবরাহ করা হয় ।সচেতনতা বৃদ্ধি ,নেতৃত্বের বিকাশ, ব্যবসহাপনা, হিসাব ব্যবসহাপনাসহ পেশা ভিত্তিক দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ প্রদান সম্পর্কিত তথ্য সরবরাহ করা হয় ।

·        বৃক্ষ রোপণ, মৎস্য চাষ, উন্নত চুল্লী ব্যবহার ও স্যানিটেশন সম্পর্কে উদ্বুদ্ধকরন কর্মকান্ডে সহযোগিতা

·        সেচ যন্ত্র বিতরণ এর্ব বাজারজাতকরণ সম্পর্কে অবহিতকরণ।

·        নারী ও শিশু নির্যাতন ও যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা।

·        কৃষি উপকরণ সংগ্রহ, সরবরাহ ও ব্যবহারে সহযোগিতা ।

·        লার আওতায় উপজেলাসমূহ থেকে প্রদত্ত বিভাগীয় সেবার তথ্য ।

·         জেলা অথবা জেলার আওতাধীন উপজেলা পর্যায়ের যে কোন অভিযোগের প্রতিকার বিধান ।

·        জেলা দপ্তরে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী সংশিষ্ট সকলের সাথে ভাল আচরণ করতে অংগীকারাবদ্ধ ।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ঃ

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে আপনি যেসব সেবা ও সহযোগিতা পেতে পারেনঃ

·        প্রাথমিক সমিতি/ দল (পুরুষ/মহিলা) গঠন, ঋণ গ্রহনে পরামর্শ প্রদান ও এতদসংক্রান্ত যাবতীয় তথ্য এবং ফরম সরবরাহ ।

·        সদস্যদের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে নিজস্ব পূঁজি গঠনে সহায়তাকরণ।

·         সমিতির সদস্যগণকে সহজ শর্তে কৃষি উৎপাদন ও কৃষি উপকরণের জন্য (সার,বীজ,কীটনাশক এবংসেচ যন্ত্রপাতি) ঋণ

·        প্রদান, (ক) সোনালী ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ ও (খ) আবর্তক ক্ষুদ্র ঋণ।

·        সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী(সদাবিক), পল্লী প্রগতি প্রকল্প(পপ্রপ), পল্লী জীবিকায়ন প্রকল্প(পজীপ), পল্লী দরিদ্র বিমোচন

·        কর্মসূচীর(পদাবিক) আওতায় অনানুষ্ঠানিক দল গঠন এবং উৎপাদনমূখী ও আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য ঋণ প্রদান ।

·        আনুষ্ঠানিক সদস্যদের নিবন্ধনের পরপরই এবং অনানুষ্ঠানিক দল গঠনের ৮(আট) সপ্তাহ পর সদস্যদের ঋণ প্রদান করা হয়

·        সমবায়ীদের উৎপাদিত শস্যের বাজারজাতকরনের সুযোগ সৃষ্টি এবং ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়তা।

·        নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন রোধ ও যৌতুক প্রথা নির্মুলে সচেতনতা সৃষ্টিতে সহায়তা।

·        সদস্যদের বয়স্ক শিক্ষা, স্বাসহ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পরামর্শ ও সেবা।

·         বৃক্ষরোপন ও স্যানিটেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কল্পে পরামর্শ ও সহযোগিতা।

·         অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের আত্মকর্মসংমহান সৃষ্টির লক্ষ্যে নামমাত্র সেবা মূল্যের বিনিময়ে ঋণ প্রদান ।

·        গ্রামীন দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা প্রদান এবং গ্রামীন নেতৃত্বের বিকাশ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণ ।

·        উপজেলা অফিসের কোন কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে উপজেলা পলী উন্নয়ন কর্মকর্তার নিকট উত্থাপন করা হলে তার প্রতিকার করা হবে ।

·         উপজেলায় বসবাসরত যে কোন ব্যক্তিকে সেবা সংক্রান্ত তথ্য প্রদানে এ অফিস প্রতিশ্রুতিবদ্ধ ।