Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

     বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাংলাদেশ পল্লী উন্নয় বোর্ড তথ্য (আই আর ডিপি)/দ্বি-স্তর সমবায় ভিক্তিক, যে আন্দোলন দেশ ব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন, তার ধারাবাহিকতায় আজ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বর্তমান সরকারের রুপকল্প-২০২১ ও ২০৪১ -এ উন্নত বাংলাদেশ প্রস্তাবনা এবং এমডিজি অর্জনের সাফল্য ও  ঝউএংবিষয়ে প্রান্তিক জনগোষ্টির কাছে তুলে ধরার লক্ষ্যে পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন ‘এর মহৎ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের গুরুত্বপূর্ণ সংস্থা হিসাবে বিআরডিবি’ ১৯৭২ সাল থেকে নিয়োজিত রয়েছে বিআরডিবি’র কাজের স্বীকৃতি স্বরুপ ২০১০ সালে বাংলাদেশ উন্নয়ন  গবেষনা (বি আই ডি এস) কর্তৃক সম্পাদিত সমীক্ষায় ডিডিপি’তে বিআরডিবি’র অবদান ১.৯৩% উল্লেখ করা হয়েছে। গ্রামীন অর্থনীতি উন্নয়ন করার মাধ্যমে দরিদ্র দূরীকরন বর্তমান সরকারের একটি  অন্যতম অঙ্গিকার। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গ্রামে বসবাসকারী ৭৩ ভাগ জনগনের আর্থ সামাজিক উন্নয়নের কাজে নিয়োজিত অন্যতম সেবা দানকারী প্রতিষ্ঠান। সত্তর দশক থেকে, বিআরডিবি পল্লী অঞ্চলে প্রাথমিক ভাবে দ্বি-স্তর বিশিষ্ট কৃষক সমবায় সমিতি গঠনের মাধ্যমে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে সময়ের প্রয়োজনে দ্বি-স্তর সমবায়ের পাশাপাশি অনানুষ্ঠিনিক দলীয় কার্যক্রম শুরু করে। তাছাড়া প্রান্তিক কৃষক এবং বিত্তহীন নারী ও পুরুষ জনগোষ্টিককে উন্নয়নের মূল ধারার সম্পৃক্ত করার উদ্দেশ্যে স্থানীয় ভাবে সংগঠিত করণ, নিবিড় প্রশিক্ষন ও উদ্বুকরণ, নিজস্ব মূলধন গঠন, সম্পদ হস্তান্তর ও ক্ষুদ্র ঋণ প্রদান, টেকসই প্রযুক্তির সম্প্রসারণসহ ক্ষুধামুক্ত বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে হস্তচালিত নলক‚প, গভীল নলকূপ , অগভীর নলকুপ সহ বিভিন্ন সেচ যন্ত্র স্বল্প সুদে ঋণের মাধ্যমে গরীব কৃষকের মধ্যে সরবরাহ করে দেশে খাদ্য উৎপাদনে বিশেষ ভ‚মিকা রেখেছে।

সময়ের পরিক্রমার সাথে বিআরডিবি’র কর্মকান্ড পল্লী উন্নয়নের নতুন নতুন দিগন্তের উম্মোচন করতে থাকে। বিশেষ করে বর্তমান শতাব্দীর শুরু হতে বিআরডিবি’র কর্মকান্ডে উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা ঘটে দারিদ্র বিমোচনে অপ্রধান শষ্য চাষে কৃষকদের উদ্বুদ্ধকরনের মত বিশেষায়িত কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে। স্থানীয় সরকার বিশেষত ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধি ও সেবা প্রদান করা বিভিন্ন সংস্থার সাথে গ্রামীন জনগনের “লিংক” তৈরিতে বিআরডিবি বিশেষায়িত কর্মসূচি পল্লী উন্নয়নে নতুন মাত্রা যুক্ত করে যা আন্তর্জাতিক পর্যায়েও প্রসংসিত হচ্ছে।