Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার
 
 
 
১। পল্লী অঞ্চলে কৃষক, বিত্তহীন ও মহিলা জনগোষ্ঠী নিয়ে প্রাথমিক সমবায় সমিতি গঠন।
২। প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন।
৩। পল্লী উন্নয়ন দল গঠন।
৪। ক) সুফলভোগী সদস্যদের জন্য মানবিক উন্নয়ন/সমবায় সাংগঠনিক আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ।
     খ) সুফলভোগী- সদস্যদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে দক্ষতা বৃদ্ধির/ট্রেড ভিত্তিক স্বল্প দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ।
     গ) অপ্রধান শস্য চাষে কলাকৌশলী বিষয়ে নিবিড় ভাবে প্রশিক্ষণ। প্রকল্প ভুক্ত কৃষকদের জন্য।
     ঘ) গভীর নলক‚প মেইনটেন্যান্স বিষয়ে প্রশিক্ষণ ও সরজ্ঞাম হস্তান্তর (প্রকল্প ভুক্ত কৃষক সমবায়ীদের জন্য)।
৬। উপকারভোগীদের নিজস্ব মুলধন সৃষ্টি।
৭। ক) কৃষি ও অকৃষি খাতে উৎপাদন বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মুলধন (ঋণ তহবিল) যোগান ও তদারকি।
     খ) পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সত্তার জনগোষ্ঠী  এবং আশ্রায়ন-আর্দশ গ্রাম-গুচ্ছগ্রামে বসবাসরত নারী-পুরুষের কর্মসংস্থানের জন্য ঋণ সহায়তা।
     গ) অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের কর্মসংস্থানের জন্য নাম মাত্র সেবামূল্যে ঋণ সহায়তা।
     ঘ) অপ্রধান শস্য উৎপাদন উৎসাহিত করণে দলের সদস্যদের কৃষি ব্যাংকের মাধ্যমে ৪% সেবামূল্যে  ঋণের যোগান (প্রকল্প এলাকার জন্য)।
৮। কারু পল্লী, কারু গৃহ, পল্লী রং ও পল্লী বাজারের মাধ্যমে সুফলভোগীদের উৎপাদিত পণ্যের মার্কেটিং লিংকেজ।
৯। সুফলভোগীদের জন্য কৃষি ও অকৃষি পণ্য গুদামজাতকরণ সেবা।
১০। সুফলভোগী সদস্যদের কৃষি ও অকৃষি পণ্যের উৎপাদন কৌশল উপযুক্ত প্রযুক্তি ও বিপনন বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান।
১১। অপ্রধান শস্য উৎপাদন উৎসাহিত করণ সংক্রান্ত প্রদর্শনী প্লট/খামার স্থাপন।
১২। ক) অচল গভীর নলক‚প মেরামতের মাধ্যমে সচল করণ (প্রকল্প ভুক্ত সমিতি স্কিমের ক্ষেত্রে)।
       খ) সেব সম্প্রসারণের আওতায় “বিআরডিবি” কর্তৃক স্থাপিত গভীর নলক‚পের ব্যবস্থাপনা সহায়তা।
১৩। কৃষি ও অকৃষি খাতে সুফলভোগীদের মাঝে বিতরণকৃত ঋণ কিস্তি ভিত্তিতে আদায়।
১৪। বনায়ন ও বৃক্ষরোপন।
১৫। বিবিধ সামাজিক সমস্যা স্যানিটেশন প্রভৃতি বিষয়ে এডভোকেসি সেবা।
১৬। নাগরিক সেবা সম্পর্কিত তথ্য অনলাইনে উন্মুক্ত করণ।
১৭। তথ্য অধিকার আইনের আওতায় বিআরডিবি সংক্রান্ত চাহিত/যাচিত তথ্য প্রদান।